সিলেট কোর্টহাজতে আসামিকে পুলিশের মারধরের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোর্টহাজতে এক আসামিকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বুধবার (১০ মে) সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে ওই আসামিকে হাজিরা দিতে আনার পর নির্যাতনের এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যা মামলার দুই নম্বর আসামি মোহাম্মদ হাসানকে ওই আদালতে হাজিরা দিতে আনার পর পুলিশ তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তার ভাই মোহাম্মদ উমেদ।
তিনি জানান, বুলবুল আহমদ হত্যা মামলার শুনানির তারিখ ছিল বুধবার। ওই দিন মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ হাসানকে কোর্টহাজতে আমরা খাবার দিতে চাইলে কর্তব্যরত পুলিশ টাকা দাবি করেন। পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে ২০০ টাকা দিই, কিন্তু এরপরও খাবার পৌঁছে দেয়নি তারা। এ নিয়ে আসামির সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এসআই বাহারসহ অন্য পুলিশ সদস্যরা মোহাম্মদ হাসানকে মারধর করলে তার মাথা ফেটে রক্ত বের হয়। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর সনজিত। তিনি বলেন, ’এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। আসামি প্রিজন ভ্যানে উঠতে চাননি। পুলিশ জোর করে উঠাতে চাইলে আসামি নিজে ঘুসি মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন।’
Related News

দক্ষিণ সুরমায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রেরRead More

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যুRead More
Comments are Closed