Main Menu

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশু কুলসুমা আক্তার এর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরো এক শিশুকে উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মৃত শিশু কুলসুমা আক্তার বানিয়াচং সদরের জাতুকর্ণপাড়া মহল্লার সুলতান মিয়ার কন্যা।

সোমবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতুকুর্ণপাড়া মহল্লার শরীফ উদ্দিন সড়কের পাশে একটি পুকুরে খেলতে খেলতে পানিতে পরে ডুবে যায় কুলসুমা ও সামাদ মিয়া নামে দুই শিশু।

একপর্যায়ে তাদের দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কুলসুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সামাদকে সিলেট প্রেরণ করা হয়। সামাদ একই মহল্লার সেবুল মিয়ার পুত্র।

বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed