Main Menu

সৌদিতে ঈদ হতে পারে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ হিসেবে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে সৌদি গেজেটের প্রতিবেদনে সোমবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা আইএসি জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

এক বিবৃতিতে আইএসি জানায়, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

Share





Related News

Comments are Closed