Main Menu

সিলেটে মাত্রাতিরিক্ত বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে গত ১৪ এপ্রিল থেকে সিলেট নগরীতে বিদ্যুতের মাত্রারিক্ত লোডশেডিংয়ে সিলেট নগরবাসী অতিষ্ঠ ও ক্ষুব্ধ। গ্রীষ্মের এই প্রচন্ড গরমের সময় পবিত্র রমজান মাসে সিলেটের মত গ্রামে মানুষ মাত্রারিক্ত লোডশেডিং এর কারণে চরম ভোগান্তিতে পড়েছে। লোডশেডিংয়ের ফলে এসএসসি পরীক্ষার্থী, শিশু, রোগী ও বয়বৃদ্ধা কষ্টা পাচ্ছেন বেশি।

রমজান মাসের শুরুতে ১৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ধর্মপ্রাণ জনগণ বিদ্যুৎ বিভাগের উপর খুশি ছিলেন।

খোঁজ-খবর নিয়ে জানা যায় দেশের অনেক বিভাগীয় শহরে লোডশেডিং হচ্ছেনা। অথচ অর্থনৈতিক, প্রাকৃতিক সম্পদে ভরপুর ও বাংলাদেশের অর্থনীতির যোগানদাতা সিলেট অঞ্চলকে লোডশেডিংয়ের আওতায় এনে সরকার সিলেটকে অবজ্ঞা-অবহেলা করছেন। এই মাত্রাতিরিক্ত বিদ্যুতের লোডশেডিং কোন ভাবে গ্রহণ যোগ্য হতে পারেনা।

অবিলম্বে সিলেটে মাত্রারিক্ত বিদ্যুতের লোডশেডিং বন্ধ করার জোর দাবী জানিয়ে বলেন, অন্যথায় রাজপথে কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি অপচয়, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed