পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধু মিন্নত আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন বিষ্ণু সরকার (২২)। সেই টাকা ফেরত চেয়ে না পাওয়ায় দুজনের মধ্যে তর্ক হয়। এর একপর্যায়ে মিন্নত আলীর কোদালের আঘাতে নিহত হন বিষ্ণু সরকার।
শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে এই ঘটনা ঘটে।
লাশটি মাটি খুঁড়ে পুঁতে ফেলতে চাইলে গ্রামবাসী টের পেয়ে মিন্নত আলীকে আটক করে পুলিশে দেন।
বিষ্ণু সরকারের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। শনিবার দুপুরে হবিগঞ্জ ২৪০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিষ্ণু সরকার থাকতেন পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার ইকরাম বাজারে। সেই সূত্রে তার সঙ্গে বন্ধুত্ব হয় বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মিন্নত আলীর। সম্প্রতি মিন্নত আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন বিষ্ণু। কিন্তু পাওনা টাকা দিতে সময়ক্ষেপণ করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত ছিলেন মিন্নত আলী।
শুক্রবার রাতে বিষ্ণুকে বাড়িতে আসতে বলেন মিন্নত আলী। বন্ধুর কথামতো রাত একটার দিকে মিন্নত আলীর বাড়িতে যান বিষ্ণু। সেখানে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে থাকা একটি কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করেন। এতে বিষ্ণু ঘটনাস্থলে প্রাণ হারান। এরপর মিন্নত আলী লাশটি মাটি খুঁড়ে পুঁতে ফেলার চেষ্টা করেন। বিষয়টি গ্রামবাসী আঁচ করতে পেরে তাকে আটক করে রাতেই পুলিশে দেন।
বানিয়াচং থানার পরিদর্শক আবু হানিফ বলেন, লাশটি উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
চুনারুঘাটে দোকানে মিললো প্রতিবন্ধী ব্যক্তির গলাকাটা দেহ
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকেRead More
বাহুবলে প্রতিপক্ষের হামলায় নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০)Read More
Comments are Closed