সিলেটে মানসিক ভারসাম্যহীন কিশোরীর সন্তান প্রসব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা এক কিশোরী (১৫) কন্যাসন্তান প্রসব করেছে। গত বুধবার (৪ জানুয়ারী) রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে এক কন্যাসন্তানের জন্ম দেয়।
এরআগে গত ৩১ ডিসেম্বর শনিবার রাতে ৯৯৯–এ কলের মাধ্যমে রাস্তায় এক কিশোরী (১৫) অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পায় বিমানবন্দর থানাপুলিশ।
তাকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় হাসপাতালে। সেই কিশোরী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহা. মায়নুল জাকির জানান, তাঁর থানাধীন ধোপাগুল এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা শাহেদা নামের ওই কিশোরী। গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে বিমানবন্দর থানাপুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর ৪ জানুয়ারী বুধবার রাত ১১টার দিকে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছে সে। সমাজসেবা কার্যালয়ের সঙ্গে কথা বলে মা-শিশুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, মেয়েটির বয়স ১৫ বছর হবে। সে শুধু তার বাড়ি বরগুনা জেলা এবং নাম শাহেদা, এটা বলতে পারে। তার কাছ থেকে জেনে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মেয়েটির ছবি পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধোপাগুলের স্থানীয় কয়েকজন পুলিশকে জানিয়েছেন, মেয়েটিকে ধোপাগুল এলাকায় ১০-১৫ দিন থেকে দেখা গেছে। এর আগে সে কোথায় ছিল এবং এখানে কীভাবে এসেছে, সেটা জানা যায়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি ওয়ার্ডের চিকিৎসক নাসরিন আক্তারের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুয়েল চৌধুরী জানান, বর্তমানে মা এবং শিশু দুজনই সুস্থ আছে। নবজাতকটি মায়ের বুকের দুধও খাচ্ছে। ওই কিশোরীর শারীরিক কিছু সমস্যা রয়েছে। তাই তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
বিমানবন্দর থানার ওসি খান মোহা. মায়নুল জাকির আরও বলেন, ফুটফুটে সুন্দর শিশুটির দায়িত্ব নেওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে শিশুটিকে আদালতের মাধ্যমে প্রথমে সমাজসেবা কার্যালয়ের শিশু পরিবারে রাখা হতে পারে।
Related News
আট মাসে ৪০০ শিশু ধর্ষনের শিকার, আত্মহত্যা ১০৪ শিশুর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত আট মাসে ভয়াবহভাবে বেড়েছে কন্যাশিশুদের প্রতি সহিংসতা।Read More
নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, জানালো ডব্লিউএইচও
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী বর্তমানে এক বিলিয়নেরওRead More



Comments are Closed