সিলেটে ফেল করা ৪১ শিক্ষার্থী পাস, ফল পরিবর্তন ১৫১ জনের

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ৪১ জন ফেল থেকে পাশ করেছেন আর ৩৮ জন জিপিএ-৫ এবং বাকীদের গ্রেড পরিবর্তন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ পাল জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ১৫১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে সিলেট বোর্ডে ১১ হাজারের অধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
Related News

৩০ এপ্রিল এসএসসি-সমমানের পরীক্ষা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে।Read More

একাদশে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, উচ্চমাধ্যমিকেRead More
Comments are Closed