সাম্যবাদী দলের নেতা কমরেড ধীরেন সিংহ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সাম্যবাদী দলের পলিটব্যুরোর পাশাপাশি মনিপুরী যুব সমিতি (বামযুস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
কমরেড ধীরেন সিং এর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট জেলা আ’লীগের শোক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম নেতা, সাম্যবাদী দলের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহের মৃত্যতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকালীন সময়ে তাঁর ন্যায় একজন বিচক্ষণ দৃঢ়প্রতিজ্ঞ আদর্শবান জনবান্ধব নেতার মৃত্যুতে দেশ জাতি বিশেষ করে সিলেটবাসীর এক অপুরনীয় ক্ষতি হয়ে গেলো।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর আ’লীগের শোক: তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News

খাদিমুল কুরআন পরিষদের ৩দিনব্যাপী তাফসির মাহফিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: খাদিমুল কুরআন পরিষদের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে আওলাদেRead More

রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হবে : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবিচ্ছিন্ন হয়েRead More
Comments are Closed