উত্তরপ্রদেশে আগুনে একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে একই পরিবারের তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। কারখানাটির উপরে পরিবারটি বসবাস করতো। আগুনে পরিবারটির আরো তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, একটি ইনভার্টার কারখানায় আগুন লাগার পর দ্রুত তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। যেখানে ওই পরিবারটির বসবাস ছিল। এতে পরিবারটির তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, আগুন লাগার পর দ্রুত ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের স্থল ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে নির্বাপন কর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা আশিষ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এছাড়া ভুক্তভোগী পরিবারকে দুই লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র : এনডিটিভি
Related News

আমেরিকায় ঠান্ডায় ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : প্রবল ঠাণ্ডা, তুষার ঝড়ের দাপট, এরমধ্যে নেই বিদ্যুৎ পরিষেবাও। এতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রেরRead More

পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষেRead More
Comments are Closed