Main Menu

ঢাকার প্রথম মেয়র আবুল হাসানাত মারা গেছেন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত (৮২) মারা গছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে লন্ডনে নিজ বাসায় মারা যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ছেলে রাজীব হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তার বাবা। বাসা থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

আবুল হাসনাত দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। এরপর করোনা শুরু হলে তিনি আর দেশে ফেরেননি।

আবুল হাসনাতের বাবা হাজী গণি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। আবুল হাসনাত ছিলেন ১৯৭৮ সালে গঠিত বিএনপির প্রথম কমিটির সদস্য। ঢাকা পৌরসভা ১৯৮৩ সালে পৌর করপোরেশন হলে প্রথম মেয়রের দায়িত্ব পান আবুল হাসনাত।

জিয়ার মৃত্যুর পর আবদুস সাত্তারের মন্ত্রিসভায় কয়েক মাস গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হাসনাত। পরে এরশাদের মন্ত্রিসভাতেও তিনি কয়েক মাস একই দফতরের মন্ত্রী ছিলেন।

যদিও পরে ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। কিন্তু এরশাদের পতনের পর পুনরায় বিএনপিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য হন।

ব্যারিস্টার আবুল হাসনাত কমিশনারদের মাধ্যমে ১৯৭৭-৮২ মেয়াদে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আবার মেয়র নির্বাচিত হন।

তবে ধীরে ধীরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং আইন পেশায় বেশি মনোযোগ দেন।

 

Share





Related News

Comments are Closed