Main Menu

বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্য ব্যাংকিং বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এক সার্কুলার জারি করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যে সকল ব্যাংক সান্ধ্য ব্যাংকিং পরিচালনা করছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সকল শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

পরে নির্দেশটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে যেসব ব্যাংক শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিসসূচির সঙ্গে সমন্বয় রেখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপের ধারাবাহিকতায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

গত ২৪ আগস্ট থেকে নতুন অফিসসূচি হিসেবে ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। আর বিকেল ৫টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের কার্যক্রম শেষ করতে হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে ঘোষণা দিয়ে জুলাই থেকে শুরু হওয়া লোডশেডিং এখনও বলবৎ রেখেছে সরকার। সেপ্টেম্বরের পর থেকে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share





Comments are Closed