প্রধানমন্ত্রীর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি চা শ্রমিকদের

বৈশাখী নিউজ ডেস্ক: ভূমির অধিকারসহ চা শ্রমিকদের যেসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন চা শ্রমিক নেতারা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নৃপেন পাল৷
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মজুরি বৃদ্ধির জন্য যে আন্দলোন ঘোষণা করেছিলো সেই ঘোষণার পর বাংলাদেশের সকল চা শ্রমিক নেতৃবৃন্দ, চা শ্রমিক মা বোন-ভাইসহ ছাত্র যুব সমাজ একযোগে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। সেই আন্দোলন সংগ্রামের সুফল হিসেবে গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। এবং গত ০৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ চা শ্রমিকদের সাথে কথা বলেন এবং চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন এবং তা পূরণের আশ্বাস দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল চা শ্রমিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী আমাদের সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সাথে কথা বলার সময় আমাদের ভূমির অধিকারসহ যে সকল বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি৷
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্দোলন চলাকালীন সময়ে চার জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের সকল চা শ্রমিক ও ছাত্র যুব সমাজকে চা শ্রমিকদের নায্য মজুরির এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি৷
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
Related News

কমলগঞ্জে ৪০০ চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববারRead More

কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক খুরশেদ আলী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ভা-ারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.Read More
Comments are Closed