Main Menu

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৮ মে

স্পোর্টস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ ১৭) ফুটবল টুর্নামেন্ট আগামী ৮ মে থেকে শুরু হচ্ছে।

এর উদ্বোধন হবে সিলেটে। উদ্বোধন করবেন, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। খেলা হবে জেলা স্টেডিয়ামে। এ উপলক্ষে কনসার্টেরও আয়োজন থাকছে। আসবে ব্যান্ড চিরকুট। এছাড়া স্থানীয় জনপ্রিয় শিল্পীরাও গান গাইবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ ১৭) ফুটবল টুর্নামেন্ট সংক্রান্ত জেলা কমিটির সভা রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন (সার্বিক), সিলেট মহানগর পুলিশের সহকারী উপ কমিশনার (উত্তর-অপরাধ) গৌতম দেব, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক হানিফ আলম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালিকা (অর্নূধ ১৭) টুর্নামেন্টের বিগত আসরগুলোতে সিলেট জেলার কৃতিতের পরিপ্রেক্ষিতে এবার এখানে উদ্বোধন পর্ব হচ্ছে।

সভায় উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সিলেট পর্ব বর্ণিল ও দর্শক উপস্থিতিতে জমজমাট করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed