Main Menu

করাঙ্গী নদী খননে পানি সম্পদ উপমন্ত্রীর হস্তক্ষেপ চান এলাকাবাসী

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার উপর দিয়ে প্রবাহিত করাঙ্গী নদীর প্রায় ২০ কোটি টাকার খনন কাজ চলছে। খনন কাজে নিযুক্ত ঠিকাদার দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে।

২৪ এপ্রিল দুপুরে খনন কাজ সরেজমিনে অনুসন্ধানে গেলে নদী পাড়ের মানুষ দায়সারা কাজের প্রতিবাদ করে জানান তারা কোন সুফল পাচ্ছেন না। ফলে এলাকাবাসী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী মোহাম্মদ এনামুল হক শামীম এর দৃষ্টি আকর্ষণ করে খনন কাজটি পরিদর্শনের আহবান জানান।

এলাকাবাসী জানান উপমন্ত্রী সুনামগঞ্জ হাওরের বাঁধ ও নবীগঞ্জের কুশিয়ারা নদীর বাঁধ পরিদর্শন করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি করাঙ্গী নদী খনন কাজ পরিদর্শন করে দায়সারা কাজের প্রতিকার নেবেন বলে এলাকাবাসী আশাবাদী।

Share





Related News

Comments are Closed