ধর্মপাশায় স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার টানমেউহারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম স্বাধীন আক্তার (৫০)। তার স্বামীর নাম বাচ্চু মিয়া (৫৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়ার জুয়া খেলার অভ্যাস ছিল। মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী উভয়েই বসত ঘরে শুতে যান। বুধবার বিকেল পর্যন্ত তারা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাকে উকি দিয়ে দেখেন, বাচ্চু মিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন এবং ঘরের এক কোনে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে রয়েছে।
পরে বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্গম ওই এলাকায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
Related News

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লার চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় কয়লার চালান জব্দ করেছে ২৮Read More

দিরাইয়ে জুমার নামাজে এসে মারা গেলেন মুসুল্লি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে জুমার নামাজে মসজিদে এসে ওজু করার পরপরই মারা গেছেন ইউনুছRead More
Comments are Closed