সিলেট নগরীতে মানবিক টিমের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মানবিক টিম সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ইউসেপ সিলেট রিজিওন এ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত শনিবার গভীর রাতে ওসমানী হাসপাতালে অসুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবিক টিম সিলেট।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টাল ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক ও মানবিক টিমের প্রধান সমন্বয় মো.সফি আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব কর্পোরেট গ্রুপের জোনাল ইনচার্জ আরিফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শাহ আলম, বিদ্যুৎ কুমার তালুকদার, কৃষ্ণ চন্দ্র দেব, আমেনা বেগম, জান্নাত বেগম, লুবনা আক্তার, দিরাজ রায়। এছাড়াও মানবিক টিম সিলেটের সদস্য রবিউল ইসলাম রবি, ফাইজা রাফা, শুভাকাঙ্ক্ষী ফাহাদ চৌধুরী, রিপন চৌধুরী, বাবলু আহমেদ, তাহমিদা ওয়াহিদা জান্নাত।
Related News

সিসিকের সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় ভাঙচুর আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেনRead More

সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১Read More
Comments are Closed