Main Menu

ছাতকে এতিম ৩ শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে এতিম ৩ শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষকের নির্মম নির্যাতনের বিষয়টি নিয়ে সিলেট বিভাগ জুড়ে চলছে তোলপাড়।

ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নির্যাতনের ভিডিওতে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে ৩ শিশুকে বিরামহীনভাবে আঘাত করছেন প্রতিষ্ঠান প্রধান। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৩ শিশু আবু তাহের ( ৯), রবিউল( ১০) ও সুফিউর রহমান (১১) আঘাত সহ্য করতে না পেরে এক পর্যায়ে অসহায় হয়ে প্রধানের পায়ে ধরে কাঁদতে থাকে। তার পরও মাদ্রাসার প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত এতিম শিশুদের প্রতি সদয় হননি।

জানা গেছে, গত ডিসেম্বর ২০ইং এ সংঘটিত ঘটনাটি তখন ভিডিও করে রেখে ছিলেন অন্য এক শিক্ষক। সম্প্রতি মাদ্রাসা সুপার আব্দুল মুকিতের সাথে ওই শিক্ষকের মনোমালিন্য সৃষ্টি হলে তিনি গত ৫ নভেম্বর ২১ইং তার নিকট আত্মিয় জনৈক আনোয়ারের ফেইসবুক আইডির মাধ্যমে ভিডিওটি ভাইরাল করান। তাৎক্ষনিক মাদ্রাসা কর্তৃপক্ষ গত ৬ নভেম্বর আব্দুল মুকিতকে চাকরি থেকে অব্যাহতি দেন ।

মাদ্রাসা সুপার আব্দুল মুকিতের বাড়ি ছাতকের ইসলাম পুর ইউনিয়নের রহমত পুর গ্রামে।

এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed