Main Menu
শিরোনাম
সিলেটের তিন উপজেলায় নেই সিএনজি ফিলিং ষ্টেশন         ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন         বাউল কামাল পাশার ১২০তম জন্মবার্ষিকী পালিত         সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত         বগির জয়েন্ট খুলে হঠাৎ দুই ভাগ চলন্ত ট্রেন         বেফাঁস মন্তব্যে বহিষ্কৃত গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল         গোয়াইনঘাটে ২২৫ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩         গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎতের লাইনম্যানের মৃত্যু         ছাতকে রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত         নৌপথে ভারতে প্রবেশের দায়ে পাথর বোঝাই ট্রলার জব্দ         জৈন্তাপুরে স্কুলছাত্রের উপর চোরাকারবারীদের হামলা         ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু সোমবার        

সিলেটে আরো কমেছে করোনার সংক্রমণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কমে আসছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার ছিল মাত্র ০.৮০ শতাংশ। যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে সিলেটে করোনায় কেউ মারাও যাননি।

শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এই প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১১৬৮ জনই রয়েছে।

এদিকে, সবশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মাত্র ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২ জন ও মৌলভীবাজারে ৪ জন শনাক্ত হন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী মেলেনি।

এসময়ে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৮০ শতাংশ।

এর আগের চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ছিল ২.২৯। বুধবার শনাক্তের হার ১.১১, মঙ্গলবার ১.১৫ এবং রোববার শনাক্তের হার ছিল ১.১৮।

সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৮৫ জন, সুনামগঞ্জের ৬২৪২ জন, মৌলভীবাজারের ৮১২৩ জন ও হবিগঞ্জের ৬৬৩৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮১ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৪৬১ জন।

তিনি আরও জানান, বর্তমানে ৪২ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

0Shares

Related News

Comments are Closed