Main Menu

ইবি’র থিওলজি অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদভুক্ত ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে। এদিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে।

এ বিষয়ে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘সম্ভাব্য ৭ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই অনুষদের অধীনে তিন বিভাগে মোট সিট সংখ্যা ২৪০।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে জানা যাবে।

Share





Related News

Comments are Closed