Main Menu

ফেসবুকে প্রতারণা, ৩ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকের মাধ্যমে প্রতারণার দায়ে সুনামগঞ্জ সদর থেকে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সদরের গৌরারং এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ সদরের গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন আলী উসমান (২২), একই গ্রামের রজব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও মৃত শফিক মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সদরের গৌরারং এলাকায় সোনাপুরে এক অভিযান পরিচালনা করে। অভিযানে ফেসবুক আইডির মাধ্যমে ভূয়া কবিরাজ সেজে প্রতারণা করার দায়ে প্রতারক চক্রের সদস্য আনোয়ার হোসেন আলী উসমান, সাদ্দাম হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় ভূয়া ফেইসবুক আইডির স্কীনশর্ট পেপার ৪টি, রুপার চেইন ২টি, ৩টি মোবাইল ও নগদ ১২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

আসামীদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪ (২)/২৬ (২) /৩৫ ধারা মূলে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed