Main Menu

হাওর বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাওড় উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নির্ধারিত সময়ে হাওর বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে এবং বৃহত্ত সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবিতে সোমবার (১ মার্চ) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের বেরী বাধ নির্মাণ কাজ সম্পূর্ণ না হলে সিলেটবাসী সহ হাওরবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। বক্তারা বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবী জানান।

হওয়র উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার এডিাশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মিয়া, তোফায়েল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ সেলু, সিলেট জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সদস্য সচিব মামুন চৌধুরী, আখলাকুর হোসেন, সামিদুল হক, সুরঞ্জন দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed