ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ইসরাইলি প্রশাসন মনে করছে, তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই; আপনারা যাই করুন না কেন, তাইয়্যেপ এরদোগানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না।
গত ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরাইলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।
ইসরাইলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধীদলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান। তিনি বলেন, আপনাদের কি বিবেক আছে? পরে দেখা যাবে, এসব অপপ্রচার ফাঁকা বুলি মাত্র।এরদোগান বলেন, আমরা ওইসব রাজনীতিকদের মতো না। যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি।
প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারও এখতিয়ার বা ক্ষমতা নেই। এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরাইলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে অভিহিত করেছেন এরদোগান। সেইসঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন।
তিনি আরো বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। গত ৭ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়। এরদোগান বলেন, নাৎসি মানসিকতা গাজায় ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে।
Related News

ইস্তাম্বুলে এক ঘন্টায় তিনবার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তান্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যেRead More

ভারতের জম্মু-কাশ্মীরে বন্দুক হামলা, ২৬ পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেনRead More
Comments are Closed