সিলেটে মদসহ ৩ মাদককারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে মঙ্গলবার (১৯ জানুয়ারি) ৩ মাদককারবারিকে আটক করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থেকে তাদের বিদেশি মদসহ আটক করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার র্যাব-৯ এর একটি দল জৈন্তাপুর থানাধীন লালাখাল এলাকায় অভিযান চালিয়ে ৪১০ বোতল অফিসার্স চয়েস মদসহ আনোয়ার হোসেন (২৮) ও মো. রেজওয়ান আহম্মদ (২২) নামে দুজনকে আটক করে।
আনোয়ার হোসেন জৈন্তাপুর থানার পুরাতন গৌরি গ্রামের মৃত জফুর আলীর ছেলে ও রেজওয়ান জৈন্তাপুরের তুবাং বাওরবাগ দক্ষিণ গ্রামের আব্দুর রবের ছেলে। তাদেরকে পরে জৈন্তাপুর থানায় সোর্পদ করেছে র্যাব।
অপরদিকে, র্যাব-৯ এর আরেকটি দল আভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ বুরদ গ্রাম থেকে বিদেশি মদসহ রউফ মিয়া পাভেল (২৭) নামের একজনকে আটক করে।
রউফ দক্ষিণ বুরদ গ্রামের আব্দুর রশিদের ছেলে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
Related News

সিলেটে দুর্ঘটনাস্থলে কাফনের কাপড় পড়ে অবরোধ, ৫ দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলে পাঁচRead More

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮Read More
Comments are Closed