ভারতে টিকা নেওয়ার পর ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় টিকাদান অভিযান চলছে ভারতে। আজ মঙ্গলবার তৃতীয় দিন শেষে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে দেশটিতে। তৃতীয় দিনে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর দু’জনের মৃত্যু হল। এ সময়ে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মোট সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে দু’জন মারা গেছেন।
মারা যাওয়া দু’জনের মাঝে একজনের ময়নাতদন্ত রিপোর্ট এসেছে। সেখানে তার মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। মৃত আরেকজনও টিকা নেওয়ার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার ময়নাতদন্ত প্রতিবেদন এখনও আসেনি।
মৃতদের একজন উত্তরপ্রদেশের মোরাদাবাদের মোহিপাল সিং (৪৬)। সেখানকার এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। দ্বিতীয়জন কর্ণাটকের বরালির ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। এই ব্যক্তির মৃত্যুর কারণ কার্ডিয়াক-পালমোনারি ফেইলিওর। হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে তিনজন দিল্লির।
Related News

তামিলনাড়ুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৯
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।Read More

ভারতে হিমবাহ ধস, নিহত বেড়ে ৪৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবারRead More
Comments are Closed