Main Menu
শিরোনাম

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বিকট শব্দ শুনে বাজারের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে যান। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক খালে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় তিনটি মরদেহ উদ্ধার করেন তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

 

0Shares

Related News

Comments are Closed