কণ্ঠশিল্পী বেবী নাজনীন হাসপাতালে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী স্থানীয় সময় গত বুধবার (১৮ নভেম্বর) থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবী নাজনীনের ছেলের বরাত দিয়ে এনাম সরকার বলেন, ‘আগে থেকেই তার কিডনিজনিত সমস্যা ছিল। তার জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন ১৯৭৬ সালে সঙ্গীতাঙ্গনে ক্যারিয়ার শুরু করেন। ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই শিল্পী।
Related News

ঢাকায় ফ্ল্যাটের ভেতরে মডেল নাজের ঝুলন্ত লাশ
বিনোদন ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাদিয়া ইসলাম নাজ নামের এক মডেলেরRead More

অভিনেতা দিলু আর নেই
বিনোদন ডেস্ক: অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর ৬.৪৬ মিনিটে মারাRead More
Comments are Closed