Main Menu

৪ ঘণ্টায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পজেটিভ-নেগেটিভ!

বৈশাখী নিউজ ডেস্ক: আইইডিসিআর থেকে করোনা টেস্টের ফল পজিটিভের একদিন পর রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

শনিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয় আইইডিসিআর থেকে। একদিন পর রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালের পরীক্ষায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্তের ঘটনাটি রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে জানান।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৯৪ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৩৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী।

রোববার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৬৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনও বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার।

Share





Related News

Comments are Closed