Main Menu
শিরোনাম
শাবির ল্যাবে আরো ২০ জনের করোনা শনাক্ত         ওসমানীর ল্যাবে আরো ১৯ জনের করোনা শনাক্ত         মামাতো ভাইয়ের ‘ধর্ষণে’ মা হলো কিশোরী         সিলেটে একদিনে আরো ৫১ জন শনাক্ত, সুস্থ ৪৬         বালাগঞ্জে পাশবিকতার অভিযোগে প্রবাসী আটক         সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২,৫৩১, মৃত্যু ২১৬         মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংর্ঘষে নিহত ১         সিলেটের দুই ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত         করোনায় মৃতদের লাশ দাফন করছে প্রতিশ্রুতি দাফন টীম         বিশ্বনাথে করোনায় ব্যবসায়ীর মৃত্যু         সিলাম হাজীপুরে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন         সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত        

সূর্যগ্রহণের পর ভূমিকম্পে কাঁপল সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড। রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে বলেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকা। মিয়ানমারের আইজাওল এলাকার ৩৮.৭ কিলোমিটার গভীরে মাঝারি মাত্রার ভুমিকম্প হয়।

তিনি আরো বলেন, ভারতের মিজোরাম, গোয়াহাটি, হাইলাকান্দি, বাংলাদেশের কক্সবাজার ও সিলেটের আশেপাশের এলাকায় মৃদু কম্পন অনুভুত হয়।

রোববার ছিলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরই ভূমিকম্প অনুভূত হয়।

এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়।

এদিকে হঠাৎ ভূমিকম্পের কাঁপুনিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন বাইরে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ গত ২৫ মে রাত পৌনে ৯টার দিকে সিলেটে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.১।

0Shares

Related News

Comments are Closed