Main Menu

শাবির ল্যাবে আরো ১৮ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ১৮টি পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এ ১৮ জনই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৮ টি নমুনা গ্রহণ করা হয়। এছাড়া ল্যাবে পূর্বে গ্রহণকৃত আরও দুইটি নমুনাসহ মোট ১৭০ টি নমুনা পরীক্ষার করে ১৮টি পজিটিভ পাওয়া যায়।

0Shares

Related News

Comments are Closed