জাবিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাবি সংবাদদাতা: মুজিববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টিম লর্ডস ফাইর্টাসের মুখোমুখি হয় স্প্যার্টাকাস একাদশ।
শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন হল প্রাধ্যক্ষ জনাব ফরিদ আহমেদ।
উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। শান্তিপূর্ণভাবে যেন এই আয়োজন শেষ হয় ও ছাত্রলীগ এমন কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ করছি।’’
এতে ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-টুংগীপাড়া এক্সপ্রেস, গেরিলা, জয় বাংলা একাদশ, স্প্যার্টাকাস একাদশ,লর্ডস ফাইটার্স একাদশ, সুইসাইড স্কোয়াড, টিম পেন ফাইটার্স, ক্র্যাক প্লাটুন এবং বটতলা একাদশ।
এর আগে ৮ মার্চ দিবাগত রাত ১০টায় হলের কমনরুমে টুনার্মেন্টের ‘খেলোয়াড় নিলাম’ উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রিত খেলোয়াড় ৪২ ব্যাচের জার্মান আলী প্রিন্স।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সাওন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রলীগ জাবি শাখার সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু,বায়োজিদ রানা কলিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত, তানজিলুল ইসলামসহ হলের বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
Related News

সিলেটে র্যাবের সন্ত্রাসবিরোধী ম্যারাথন শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথনেরRead More

কমলগঞ্জে ‘আল্ট্রা ট্রেইল ম্যারাথন’ ২৯ জানুয়ারি
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আগামী ২৯ জানুয়ারি ১৭টি দেশের ৭ শতাধিক রানারদেরRead More
Comments are Closed