Main Menu

সিলেটে বিইউএমএ’র অভিষেক অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার অভিষেক ২৭ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ইউনানী ও আয়ুর্বেদীক মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা শাখার সভাপতি হাকীম মো. নুরুল হকের সভাপেিত্ব ও সহকারী সেক্রেটারী হাকীম মো. শাহিদুর রহমান শাহিদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সেক্রেটারী হাকীম মো. মনোয়ার হোসেন সোহেল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইউনানী ও আয়ুর্বেদী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: মুহিবুর রহমান খান, সিলেট আয়ুবের্দীক মেডিকেল কলেজের অধ্যক্ষ কবিরাজ দিলীপ কুমার দাস চৌধুরী, ঢাকা তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক যথাক্রমে হাকীম মো. রুহুল আমিন, হাকীম মো. নাসির উদ্দিন কবির।

এছাড়া আরো বক্তব্য রাখেন প্রভাষক ডা: আব্দুল জলিল, সিলেট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মো. লোকমান হেকীম, ইউনানী কলেজের ছাত্র মঞ্জুরুল করিম, শাহরিয়ার আহমদ, এসোসিয়েশনের সদস্য হাকীম ইসমাঈল আহমদ, হাকীম মো, গিয়াস উদ্দিন, হাকীম মো. জালাল উদ্দিন, হাকীম মো. জাকির হোসেন, মো. খায়রুল আলম সুমন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হাকীম ফারুক আহমদ নোমান, ভেষজ সংগীত পরিবেশন করেন হাকীম মো. গোলাম কিব্রিয়া।

উল্লে­খ্য, অভিষেক শেষে হাকীম মো. মনোয়ার হোসেন সোহেলের পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed