সিলেটে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নি.) মাহাবুর আলম মণ্ডল ও এসআই(নি.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম অভিযান পরিচালনা করে।
আটক সালমান আহমেদ (২২) নগরীর কাজিরবাজার এলাকার মোঘলটুলার সাহেদ আহমেদের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামির পিতা সাহেদ আহমদ (৪৮) ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত এবং বড় ধরনের ফেন্সিডিল চালান তার বাসায় লুকানো আছে। এই তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম শুক্রবার সাহেদ আহমদের ভাড়া বাসার চারিদিক ঘেরাও করে ঘরের ভিতর তল্লাশি চালায়। তল্লাশি কালে ঘরের শোকেচের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত অবস্থায় ১৫৫ বোতল ফেন্সিডিল পান।
গোয়েন্দা পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, জাহাঙ্গীর নামের এক মাদক ব্যবসায়ী আটককৃত আসামির পিতা সাহেদ আহমদকে ফেন্সিডিল সরবরাহ করে। যা আসামি সালমান আহমেদ ও আসামি সাহেদ আহমদ শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট বিক্রি করে থাকে। ধৃত আসামীর পিতা সাহেদ আহমদ পেশাগত অপরাধী। খুন, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ কর্মের সাথে তিনি জড়িত। বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সেই মামলাগুলো আদালতে বিচারাধীন আছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস মো. জেদান আল মুসা বলেন, আসামি সাহেদ ও জাহাঙ্গীরসহ জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এসআই (নি.) মো. মাহাবুর আলম মণ্ডল বাদী হয়ে ধৃত ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News

সিলেটে ইয়াবা বিক্রির অভিযোগে এসআই আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ইয়াবা বিক্রি করার সময় পুলিশের এক উপ পরিদর্শক (সাময়িক বরখাস্ত)কেRead More

সিলেটে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ঘাতক ট্রাকের ধাক্কায় বার বার দূর্ঘটনার পরও ট্রাক চলাচল বন্ধRead More
Comments are Closed