Main Menu

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজে এলজিএসপি-৩ প্রজেক্টের অর্থায়নে চালু করা হয়েছে ফ্রি সার্ভিস।

উপজেলার দূর-দুরান্তের গ্রামগুলো থেকে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্যে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রুস্তমপুর কলেজকে ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে এই বাস উপহার দেয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে রুস্তমপুর কলেজের ফ্রি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, প্রভাষক লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. আশিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed