Main Menu

সিলেটে ৮ ট্রাভেলসকে এক লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দ্বিতীয় দিনের মতো অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ও অনুমোদনহীন ট্রেভেলস এজেন্সিতে অভিযান শুরু হয়।

সকালে নগরীর মহাজনপট্টি এলাকায় অবৈধ ও অনুমোদনহীন এজেন্সিতে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত। এসময় এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ (আটাব) সিলেট জেলার নেতারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে নানা অনিয়মের অভিযোগে ৮ টি ট্রাভেলস এজেন্সিকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

এর আগে সোমবার দিনভর সিলেটের ট্রাভেল এজেন্সিগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবারের অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ মে বৃহস্পতিবার দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবিতে প্রাণ হারান বেশ কয়েকজন বাংলাদেশি। এর মধ্যে অনন্ত ২০জন সিলেটের বলে জানা গেছে।

তাদেরকে ইতালি পাঠানোর জন্য ৮ লাখ টাকার চুক্তি করেছিলেন রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসিজ নামক এজেন্সির মালিক এনামুল হক। এ ঘটনার পরই অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযানে নামে জেলা প্রশাসন।

Share





Related News

Comments are Closed