Main Menu

টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন বন্ধে র‌্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘‘অতিথি পাখি নিধনকে না বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র রক্ষা করি” এই শ্লোগানকে সামনে রেখে রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন সহ অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধকরণ বিষয়ে জনসচেতনতা মুলক র‌্যালী ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম, আজহার আলী, বিশ^জিত সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

র‌্যালি ও সভায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, টাঙ্গুয়ার হাওরের কমিউনিটি গার্ড সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন।

Share





Related News

Comments are Closed