Main Menu

প্রিপেইড মিটার রিচার্জে গ্রাহকদের দুর্ভোগ লাঘবে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহজালাল উপশহরে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টোকেন সংগ্রহে গ্রাহকদের বিড়ম্বনা ও দুর্ভোগ লাঘবের দাবীতে রোববার সকালে উপশহর বিদ্যুৎ অফিস-২ (বি-ব্লক) এর সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচী চলাকালীন প্রাত: ভ্রমণ ক্লাবের সভাপতি কাওছার আহমদ হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন করে সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ সহজলভ্য করার উদ্যোগ জনগনের জন্য সহজ করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি এলাকা/ব্লকের রিচার্জ করার জন্য পৃথক কাউন্টার স্থাপন করা, পি.ডি.বি’র ভেন্ডিং ষ্টেশন ভবনের ৪র্থ তলার পরিবর্তে নীচ তলায় স্থাপন করা, সপ্তাহের ৭দিনই ভেন্ডিং ষ্টেশন খোলা রাখার ব্যবস্থা করা। জনবল বৃদ্ধিসহ গ্রাহকদের অভাব অভিযোগ শুনার জন্য দায়িত্বশীল কর্মকর্তা পোষ্টিং দেয়া, মোবাইল ফোন রিচার্জের ন্যায় প্রিপেইড মিটার রিচার্জের ব্যবস্থা করা।
মাবনবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আব্দুল মুক্তাদির, ডা: মো: আব্দুল ওয়াহিদ, আক্তার উদ্দিন চৌধুরী, হাজী এনাম উদ্দিন, আব্দুল মন্নান আসলমী, রুহেল আলম সিদ্দিকি, সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রফেসর আব্দুস সোবহান, হেলাল উদ্দিন, কাওছার আহমদ হায়দরী, ডা: শামীমুর রহমান প্রাত: ভ্রমণ ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় বিপুল ভুক্তভোগী জনতাসাধারণ এতে অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed