‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া
বৈশাখী নিউজ ডেস্ক: একজন মাশরাফি বিন মুর্তজা। যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী। মাশরাফি শুধু বাংলাদেশের নয়, তার খেলার ভক্ত পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে ‘সেরা বাঙালি’ পুরস্কার।
শনিবার (২৯ জুলাই) মাশরাফির হাতে পুরস্কার তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।
একই বিষয় জয়া আহসানের ক্ষেত্রেও। তিনি শুধু বাংলাদেশ নয়, কলকাতায় সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। কোনও সিনেমায় জয়া আহসান আছেন শুনলে দর্শকরা হল মুখো হচ্ছেন।
পুরস্কার পেয়ে আপ্লুত মাশরাফি বিন মুর্তজা এবং জয়া আহসান। জানিয়েছেন কী করে তাঁরা তিলতিল করে নিজেদের গড়ে তুলেছেন। স্থান করে নিয়েছেন বাঙালির মনে।
Related News
রক্তে লাল ফেসবুক!
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। বিকল্প উপায়ে কেউ কেউRead More
অনলাইন জুয়ায় আসক্ত তরুণরা, পাচার হচ্ছে হাজার কোটি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারনেটের এই যুগে বিপিএল, আইপিএল, টি-টোয়েন্টি ও ফিফা বিশ্বকাপসহ সব খেলা সম্প্রচারেরRead More
Comments are Closed