Main Menu

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে গত পনের দিনে জকিগঞ্জে বাইক দুর্ঘটনায় সাত জন মারা গেলেন।

নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান আহমদ (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা মো. মঞ্জুর আহমদ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসগাড়িসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার রাতের দুর্ঘটনায় একই গ্রামের তিনজনের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে।

এরআগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন মারা যান। এ দুর্ঘটনার রেশ না কাটতেই সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

Share





Related News

Comments are Closed