Main Menu

সিলেটে অনলাইনে বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের ডামাডোল। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের। এরই মধ্যে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা অনুযায়ী, আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার দর্শকদের জন্য সব টিকিটই বিক্রি করা হবে অনলাইনে। মাঠ কিংবা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকবে না।

অনলাইনে টিকিট কিনতে দর্শকদের প্রবেশ করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd -এ।

Manual5 Ad Code

বিসিবি জানিয়েছে, লিগ পর্বের ম্যাচে একটি টিকিটে একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকা ব্যয় করে ম্যাচ দেখার সুযোগ থাকছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

Manual8 Ad Code

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোনের টিকিট ৫০০ টাকা এবং ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।

Manual4 Ad Code

গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট—এই চারটি জোনের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

Manual3 Ad Code

বিপিএলের সিলেট পর্বকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code