হামলায় শাবি শিক্ষার্থীর ভাই নিহত, বিচারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসী হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শফিকের বড়ভাভ কালাম (৩৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন শিক্ষার্থী শফিকও।
এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নৃবিজ্ঞান সমিতির উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
জানা যায়, গত ৬ নভেম্বর গৌরীপুরের কিল্লা তাজপুর গ্রামে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. শফিক ও তার বড় ভাই কালাম (৩৫) পরিকল্পিত হামলার শিকার হন। গুরুতর আহত কালাম ১৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শফিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ একটি পরিবারের ওপর এ ধরনের নির্মম হামলা মেনে নেওয়া যায় না। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস ও বিভাগের শিক্ষক ফারিয়া বিনতে আরিফ।
উপস্থিত ছিলেন অধ্যাপক চৌধুরি ফারহানা ঝুমা, সহযোগী অধ্যাপক মনি পাল, প্রভাষক চাঁদ মিয়া ও মাসুম বিল্লাল।
নৃবিজ্ঞান সমিতির ভিপি মুহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জিএস আবু সাইদ নোমান, মাহবুব হাসান অনু, রুবেল মিয়া রাব্বি প্রমুখ।
মানববন্ধনে নিহত কালামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
তারা বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক, বিচারের মুখোমুখি করতেই হবে।
Related News
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ৬১৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে আরও ৬১৭ কোটিRead More
সিলেটে যুবলীগ নেতা আকরাম গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাব-৯ এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি যুবলীগRead More



Comments are Closed