বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর প্রায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বুধবার (১৯ নভেম্বর)।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরী সংস্কার, সংরক্ষন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
এলাকাগুলো হচ্ছে, ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ এলাকা, কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা, বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও এর আশপাশ এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগীতা চেয়েছেন।
Related News
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ৬১৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে আরও ৬১৭ কোটিRead More
সিলেটে যুবলীগ নেতা আকরাম গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাব-৯ এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি যুবলীগRead More



Comments are Closed