Main Menu

মাসহ ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এবং পূর্ব বিরোধে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারি।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা হয়।

Manual5 Ad Code

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছে।

এ ঘটনায় ঘাতক বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।

জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে ঢোকেন। তখন স্থানীয় এক ওয়াজ মাহফিল থেকে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে ফেরেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে ঢুকতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি কোপান বিল্লাল। এ ঘটনায় ঘটনাস্থলে কামাল নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমের মৃত্যু হয়।

নিহত কামালের স্ত্রী আমেনা বেগম বলেন, জমিজমাসংক্রান্ত বিষয়াদি নিয়ে আমার স্বামী কামালের সঙ্গে ভাশুর বিল্লালের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া হয়। বিল্লাল বিভিন্ন সময় আমার স্বামীকে বাড়িতে আসতে হুমকি-ধমকি দিতেন।

আমেনা বেগম আরও বলেন, বিল্লাল ভাই গত পাঁচ বছর যাবত মাদকের পরিবহনের সঙ্গে জড়িত। আমার স্বামী তার ভাইকে মাদকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাধা দিলে সেই সূত্র ধরে আমার স্বামীর ওপর হামলা করে। আমার শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

Manual6 Ad Code

নিহত কামাল হোসেনের প্রতিবেশী ও মামা আবু তাহের বলেন, বিল্লাল ও কামালের মধ্যে মূলত জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল। যতটুকু জানি বাড়িতে খড়ের মোড়ল স্থাপন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া বিল্লালের কিছুটা মাদকসম্পৃক্ত তার কথাও আমরা শুনেছি। এই নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code