Main Menu

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক ট্রেলারে বাসটির ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন ১৮ জন যাত্রী। সেইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।

Manual7 Ad Code

শনিবার (১ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

দুর্ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হয়েছেন তারা।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছেন।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

Manual7 Ad Code

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন পুড়ে মারা যান। বাসের এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল। বাসটিতে জরুরি নির্গমনের কোনও পথ ছিল না।

Manual6 Ad Code

গত মাসের শেষদিকে উত্তরপ্রদেশের পিলিভীত থেকে আসা ৫০ জন শ্রমিকবাহী একটি বেসরকারি বাস রাজস্থানের মনোহারপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।

 

 

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code