শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের ৩ জনকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোহেল মিয়া (৩৩), মোঃ জলিল সরদার (৪০) এবং এনাম মিয়া (৩৪)। তারা বিপুল সংখ্যক টিকেট নিয়ে কালোবাজারি করছিল।
র্যাব-৯ জানিয়েছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যে ভুক্তভোগী সাধারণ যাত্রীদের টিকেট পেতে সমস্যা হচ্ছিল। অনলাইনে টিকেট না পাওয়া এবং অতিরিক্ত টাকা পরিশোধের অভিযোগ পাওয়ার পর র্যাব-৯ ব্যবস্থা গ্রহণ করে। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়েস্তাগঞ্জের আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ জেলার কারাগারে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, রেলওয়ে স্টেশনসহ দেশের অন্যান্য স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য র্যাব-৯ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে।
এই অভিযানের ফলে যাত্রীদের টিকেট কালোবাজারি ও অনিয়ম নিয়ন্ত্রণে সাহায্য মিলবে বলে আশা করা হচ্ছে।
Related News
নবীগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে খুন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদেRead More
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-লস্করপুর রেলসেকশনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েRead More



Comments are Closed