Main Menu

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের ৩ জনকে গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোহেল মিয়া (৩৩), মোঃ জলিল সরদার (৪০) এবং এনাম মিয়া (৩৪)। তারা বিপুল সংখ্যক টিকেট নিয়ে কালোবাজারি করছিল।

Manual1 Ad Code

র‍্যাব-৯ জানিয়েছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যে ভুক্তভোগী সাধারণ যাত্রীদের টিকেট পেতে সমস্যা হচ্ছিল। অনলাইনে টিকেট না পাওয়া এবং অতিরিক্ত টাকা পরিশোধের অভিযোগ পাওয়ার পর র‍্যাব-৯ ব্যবস্থা গ্রহণ করে। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়েস্তাগঞ্জের আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ জেলার কারাগারে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, রেলওয়ে স্টেশনসহ দেশের অন্যান্য স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য র‍্যাব-৯ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে।

এই অভিযানের ফলে যাত্রীদের টিকেট কালোবাজারি ও অনিয়ম নিয়ন্ত্রণে সাহায্য মিলবে বলে আশা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code