Main Menu

কমলগঞ্জে পূণরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধে দূষিত হয়ে পড়ে ১১টি গ্রামের পরিবেশ। বর্জ্যের দূষণে রোগাক্রান্ত হচ্ছিল শিশু ও গর্ভবর্তীরা। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির তৈরি হওয়ায় স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেও বাধ্য হয়েছিলেন। বহুজাতিক পোল্ট্রি ও হ্যাচারি সিপি বাংলাদেশের অব্যাহত পরিবেশ দূষণে অতিষ্ট স্থানীয় বাসিন্দা প্রতিবাদী মানবন্ধন বিক্ষোভের একপর্যায়ে গত এক বছর যাবৎ বন্ধ থাকার পর পূণরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেন ১১ গ্রামের বাসিন্দারা।

Manual3 Ad Code

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সিপি হ্যাচারির সামনে চৈত্রঘাট বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual5 Ad Code

‘সিপি হঠাও পরিবেশ বাঁচাও’, ‘দূষণমুক্ত পরিবেশ চাই, আমরা সবাই বাঁচতে চাই’, ‘দূষণমুক্ত পরিবেশ চাই, সুস্থ্য নিঃশ্বাসে বাঁচতে চাই’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তিন শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

Manual4 Ad Code

প্রায় ২ ঘন্টা ধরে চলা এ মানববন্ধনে এলাকার প্রবীন মুরব্বী তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সজলু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলানা লুৎফুর রহমান জাকারিয়া, ইউপি সদস্য শামসুল হক, সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, মাওলানা হাসান আহমদ, আমিনুল ইসলাম, মুকিত আহমদ, আহমদ আলী, আতাউর রহমান, হাফেজ সাকের আহমদ, আবু হানিফা, সুয়েব আহমদ, গিয়াস উদ্দীন ও ফজলু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সিপি পূনরায় চালু করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা তাদের এ ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা তাদের সকল ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিহত করবো।

Manual4 Ad Code

বক্তারা আরো অভিযোগ করে বলেন, এই সিপির তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত ও মসজিদে মুসল্লিদের নামাজেও ব্যাঘাতের ঘটনা নিত্যদিনের রুটিন ছিল। খামারের বিরুদ্ধে নয়, পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থ্যভাবে বাঁচিয়ে রাখার দাবিতে এই কর্মসূচি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code