শান্তিগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স উজানীগাঁও কাজী বাড়ী সংলগ্ন সড়কে পিকআপ ও সিএনজি গাড়ীর সংঘর্ষে চালক সহ ৫ জন গুরুতর আহত এবং ১ জনের হাত দ্বিখন্ডিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স উজানীগাঁও কাজী বাড়ী সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে আত্মীয়ের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১২-১১৫০) যোগে সিলেটের শেখ ঘাটের কলাপাড়া এলাকায় ফেরার পথে সোমবার রাত ৮টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাই পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিলেটগামী সিএনজি অটোরিক্সাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে রাস্তার উত্তর পাশে পড়ে গিয়ে চালক সহ ৫ যাত্রী গুরুতর আহত হন এবং একজনের হাত দ্বিখন্ডিত হয়ে যায়।
গুরুতর আহতরা হলেন সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি অটোরিক্সা চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর(১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। সড়ক দুর্ঘটনায় তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। এসময় আশপাশ হতে লোকজন এসে গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পরপরই পিকআপ গাড়ী চালক ও হেলপার গাড়ী রাস্তায় রেখে পালিয়ে যায়। খরবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দিখন্ডিত হওয়া হাত ভাল ভাবে ভ্যান্ডেজ করে দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাত জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই আমি সহ আমার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং পিকআপ গাড়ীকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তিনি আরও জানান শান্তিগঞ্জ হাসপাতালে রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ওসমানীতে রেফার্ড করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে হাফ ম্যারাথন, ২১ কিলোমিটার দৌড়ে সেরা ৫৫ বছর বয়সী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আমি নিয়মিত দৌড়াই, এ জন্যই সুস্থ আছি। দৌড়ালে ওষুধRead More
ছাতকে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
Manual5 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল আলোচিত ব্যবসায়ী জিয়াউর রহমান হত্যা মামলার রহস্যRead More



Comments are Closed