দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ওয়্যারড্রব ও খাটের নিচ থেকে দুই বন্ধু ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই বন্ধু। পরে তাদের ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবক ও দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করে।
গত সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, একই ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান। পরে রুমের খাটের নিচ থেকে মারুফ এবং ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়।
পাশের বাড়ির একজন বলেন, রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এসময় উঠানে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। ১১টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা। সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় ঘরের খাটের নিচ ও ওয়্যারড্রবের ভেতর থেকে লুকানো অবস্থায় দুজনকে বের করা হয়।
ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখেন। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।
রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি। পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
আগাম শীতে লেপ তোষক কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে
Manual3 Ad Code মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা বলে খ্যাত দেশেরRead More
পঞ্চগড়ের উত্তরের আকাশে উঁকি দিচ্ছে অপরুপা শুভ্র কাঞ্চনজঙ্ঘা
Manual1 Ad Code মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: এখন হেমন্তকাল। হেমন্তে সাদা শুভ্র মেঘRead More



Comments are Closed