শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতা আত্মসাৎ, আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদেয় ভাতা থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) বিকালে উপজেলা প্রশাসনের সহযোগীতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা উপজেলার মির্জাপুরের নিকুঞ্জ দাশের পুত্র সৌরভ কান্তি দাশ ও একই এলাকার শংকর লোহারের পুত্র গোপাল লোহার।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসলাম উদ্দিন জানান, ‘‘শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন যাচাবাচাই করে ১০ হাজার ৬শ “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রতি শ্রমিককে ৬ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।
১৫ জুন রবিবার মির্জাপুর ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা সৌরভ কান্তি দাশ ২৪ জন উপকারভোগীর ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে গোপাল লোহার এর সহযোগিতায় প্রতিজনকে মাত্র ৪ হাজার টাকা করে প্রদান করেন। বাকি ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পেরে তাদের ডেকে আনেন এবং অভিযোগের সত্যতা পান।’’
তিনি আরো জানান, ‘‘২৪ জনের মধ্যে ১৭ জন উপকারভোগীকে মোট ৩৪ হাজার টাকা ফেরত প্রদান করা হয়েছে। বাকি ৭ জনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে, অভিযুক্ত সৌরভ কান্তি দাশ ও গোপাল লোহারকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তপন জানান, “অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়ছে।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনাটি স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পূর্ণ ভাতা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
Related News

মৌলভীবাজারে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয়Read More

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথেRead More
Comments are Closed