মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কুলাউড়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় কুলাউড়া উছলাপাড়াস্থ আলালপুর জামে মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে এম মিনহাজ উদ্দিন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি হাফিজ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মো. জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সদস্য মাওলানা লোকমান খাঁন নবীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুল আহাদ চৌধুরী হারুন, মাওলানা মশাহিদ আলী, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা কয়ছর আহমদ, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে হাফিজ শামছুল ইসলাম-কে সভাপতি, হাফিজ মো. জুনাব আলী-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা মশাহিদ আলী-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
Related News

বড়লেখায় দিনদুপুরে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ছিলেন বাড়িরRead More

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যেRead More
Comments are Closed