নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৬ জুন) মসজিদের সামনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লী এলাকার বিশিষ্ট মুরব্বী চান মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি খালিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মিয়া, অর্থ সম্পাদক নজরুল আলম, সদস্য চেরাগ আলী, তুরন মিয়া, নুনু মিয়া, নেফুর মিয়া, তফুর মিয়া, জাহাঙ্গীর আলম, চুনু মিয়া, এবাদুর রহমান, হাবিবুর রহমান, রাজু আহমদ, সানুর মিয়া, বাবুল মিয়া, জুয়েল আহমদ, আব্দুল সালাম, নাজমুল ইসলাম, মাসুম আহমদ, এলাইছ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বালাগঞ্জ উপজেলা মহিলা লীগের নেত্রী শিউলি আক্তার ও তার ছেলে ৫নং বালাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছাইফুর রহমানসহ তার বাহিনী মিলে দীর্ঘ দিন যাবত মসজিদের ভূমি দখল করে বাড়ি নির্মাণ করে অশ্লীল কার্যক্রম করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করা হয়। বিগত ৫ আগস্টের পূর্বে এলাকার অনেক মুরব্বীদের মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে হয়রানী ও পুলিশ দিয়ে গ্রেফতার করায়। গ্রেফতার হওয়ার পর এলাকার মুরব্বীরা দীর্ঘদিন কারাবরণ করে জামিনে মুক্তি পান। গত ৫ আগস্টের পূর্বে শিউলি বেগমের বাড়িতে পুলিশ প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নিয়ে বৈঠকে অংশ নিতেন এবং এলাকার নিরীহ মানুষদের হয়রানী করতেন। বর্তমান সময়ে বিভিন্ন ভাবে হয়রানী অব্যাহত রয়েছে।
এলাকাবাসী আরোও বলেন, মসজিদ কমিটি এই ভূমি উদ্ধারের জন্য আদালতে মামলা করলে আদালত মসজিদ কমিটির পক্ষে রায় প্রদান করেন। বিজ্ঞপ্তি
Related News

ওসমানীনগরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগRead More

সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরRead More
Comments are Closed